Login Register
মুগ্ধবাংলার দ্বিতীয় বর্ষ ও একটি দুঃখজনক ঘোষণা
Comments Page 2
#8

মুগ্ধবাংলার আবহাওয়া তো দেখছি অনেক গরম।কিন্তু সত্যি বলছি,আমি অনেকদিন ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম।এতদিনে বিবেকহীন মানুষগুলোর উচিত শিক্ষা হবে।

প্রকৃতি বড়ই নিষ্ঠুর।নির্দোষ ভালো মানুষগুলো সবসময় সমস্যার সম্মুখীন হয়।অথচ বিবেকহীন মানুষগুলোর জন্য তার কতই না দরদ।নয়তো দেখুন না,বিশ্বের কতগুলো মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেল,কিন্তু তারা ঠিকই বেচে থাকে।


2nd April, 2020 7:39 PM
#9

যেমন উত্তর আশা করেছিলাম ঠিক তেমনই ছোটলোকী টাইপ উওর দিয়েছে। এরা আবারও আপনাদের বই নিজেদের সাইটে ছেড়ে আমতা আমতা করবে। কিন্তু মুছবে না


2nd April, 2020 9:24 AM
#12

দাদা, আপনি যেহেতু এই ব্যপারে আমাদের মতামত দিতে বললেন, তাই আপ্নাদের অনুমতি নিয়ে আপ্নাদের তরফ থেকে boidownload.com এর এডমিনের জবাবে একটি কথা বলতে চাই।

boidownload.com এর এডমিন যদি আপনি এই পোস্টটি দেখেন,তবে দয়া করে এই সাইটের এডমিন এবং বাকী পাঠকদের কথা চিন্তা করে আপনার সাইট থেকে এই সাইটের সমস্ত পোস্ট মুছে ফেলুন নয়তো,'ডাউনলোড' অপশন এডিট করে এই সাইটের লিঙ্ক এড করে দিন। এভাবে সব ওপেন সাইট যদি ক্লোজসাইট হয়ে যায়, তখন না আপনি কোনো বই পাবেন শেয়ার করতে, আর না আমার মত সাধারণ কমিক্স পাগোলেরা নতুন বই পাবে পড়ার মত।

বিশেষ করে নেটে অন্য প্রকার বই অনেক পাওয়া গেলেও বাংলা কমিক্স সাইট খুব বেশী নেই, তাই তাদের স্বকীয়তা বজায় রাখার দ্বায়িত্য কিন্তু আমাদেরিইই, এটুকু আশা করি আমরা তাদের জন্য করতেই পারি।


3rd April, 2020 2:08 PM
Pages  First   Prev   1  2  3   Next   Last 
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)